skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeদেশCongress Mega Rally: কংগ্রেসের তৈরি ভারত বেচে দিচ্ছে মোদি সরকার, তোপ প্রিয়াঙ্কার

Congress Mega Rally: কংগ্রেসের তৈরি ভারত বেচে দিচ্ছে মোদি সরকার, তোপ প্রিয়াঙ্কার

Follow Us :

জয়পুর: রাজস্থানের মেগা ব়্যালি (Congress Mega Rally) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanaka Gandhi)। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে উন্নয়ন, কৃষক সমস্যা, বেকারত্ব সহ বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ শানান তিনি। প্রিয়াঙ্কার পাশাপাশি রাহুল গান্ধী তাঁর বক্তব্যে হিন্দুত্ববাদ নিয়ে বিজেপিকে তোপ দাগেন। রবিবারের এই সভার (Congress Mega Rally) ভিড় দেথে উচ্ছ্বসিত কংগ্রেস হাইকম্যান্ড।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘পর্যটক’ বলে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সারা বিশ্ব ঘুরেছেন কিন্তু বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে দেখা করতে দশ কিলোমিটার দূরে যাননি। এই ধরনের সরকারই দেশ চালাচ্ছে। উত্তরপ্রদেশে কোটি কোটি টাকা বিজ্ঞাপনে যায়, কিন্তু কৃষকদের কল্যাণে নয়। কেন্দ্রীয় সরকার জনগণের কল্যাণ চায় না। সরকার শুধুমাত্র কয়েকজন শিল্পপতির জন্য কাজ করছে।’

উন্নয়ন ইস্যুতেও বিজেপিকে একহাত নেন কংগ্রেস নেত্রী। তিনি বলেন, ‘যারা কংগ্রেসকে জিজ্ঞাসা করে যে তারা গত ৭০ বছরে কী করেছে, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, আপনি গত সাত বছরে কী করেছেন? ৭০ বছরে কংগ্রেস যা তৈরি করেছে, তা বিক্রি করতে চায় বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকার সত্য বলে না কিন্তু শুধুমাত্র বিভ্রান্তি তৈরি করে।’

আরও পড়ুন: Congress Mega Rally: রাজস্থানে এক মঞ্চে গান্ধী পরিবার, হিন্দুত্ববাদ নিয়ে বিজেপিকে তোপ রাহুলের

মূল্যবৃদ্ধি ইস্যুতে বিজেপির তোপ দেগে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি জানি মুদ্রাস্ফীতির কারণে আপনার জীবন কঠিন হয়ে পড়েছে। আপনারা সবাই এই সমাবেশে এসেছেন কারণ আপনাদের দৈনন্দিন জীবন কঠিন হয়ে পড়েছে। গ্যাসের দাম ১০০০ টাকা হয়ে গিয়েছে। সর্ষের তেল ২০০ ছুঁতে চলল। পেট্রোল-ডিজেলের দামও লাগামছাড়া হয়ে উঠেছে। সাধারণ মানুষের কথা সরকার শুনতে চায় না।’

এ দিন রাজস্থানের জয়পুরে মেগা ব়্যালির ডাক দেয় কংগ্রেস৷ অনেকদিন পর গান্ধী পরিবারের (Gandhi Family) তিন সদস্যকে একই মঞ্চে দেখা যায়। জনসভা থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে জ্বালানির মূল্যবৃদ্ধি, কৃষক সমস্যা এবং বেকারত্ব নিয়ে কেন্দ্রকে বিঁধে একসুরে আক্রমণ করেন সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা৷ স্লোগান ওঠে ‘মেহেঙ্গাই হটাও’৷

আরও পড়ুন: PM Modi Twitter: মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড, তড়িঘড়ি ব্যবস্থা

রাজনৈতিক মহলের মতে, আগামী বছর একাধিক রাজ্যের বিধানসভা ভোটে প্রচারের দামামা এই জনসভা থেকে বাজিয়ে দিল কংগ্রেস৷ ভোটমুখী রাজ্যগুলিতে বিজেপি বিরোধিতায় কোন কোন ইস্যুতে তোপ দাগা হবে তা নেতা-কর্মীদের বুঝিয়ে দেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷

RELATED ARTICLES

Most Popular